Slideshows

http://www.bostonbanglanews.com/index.php/images/stories/2015/April/05/04/images/stories/2015/components/com_gk3_photoslide/thumbs_big/605744Finding_Immigrant____SaKiL___0.jpg

কুইন্স ফ্যামিলি কোর্টে অভিবাসী

হাকিকুল ইসলাম খোকন/বাপ্‌স নিউজ/প্রবাসী নিউজ ঃ বষ্টনবাংলা নিউজ ঃ দ্যা ইন্টারফেইস সেন্টার অব নিউইয়র্ক ও আইনী সহায়তা সংগঠন নিউইয়র্ক এর উদ্যোগে গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ See details

ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার
ব্যানার

পরিচালনা পরিষদ 

সম্পাদক মন্ডলীর সভাপতি

ওসমান গনি
 

প্রধান সম্পাদক

হাকিকুল ইসলাম খোকন
 

সম্পাদক

সুহাস বড়ুয়া হাসু
 

সহযোগী সম্পাদক

আয়েশা আকতার রুবী

ইতালিতে মহিলা সংস্থার গ্রীষ্মকালীন বনভোজন

সোমবার, ২১ আগস্ট ২০১৭

জমির হোসেন ,বাপ্ নিউজ : ইতালি থেকে : ইতালির রাজধানী রোমে মহিলা সংস্থার উদ্যোগ গ্রীষ্মকালীন বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার রোম থেকে শত কিলোমিটার দূরে ভিতেরভো অঞ্চলে কাপো দ্য মনতে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে সকলেই আনন্দে মেতে ওঠেন। প্রবাসে ক্লান্তির শেষ মুহূর্তে বিনোদনের রঙে মন রাঙিয়ে তোলেন সবাই। যেন প্রবাসের মাটিতে এক টুকরা বাংলাদেশ।

Picture

বর্ণাঢ্য এ আয়োজন করেন মহিলা সংস্থার উপদেষ্টা কাজী জামিলা, সভাপতি শান্তা সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা, সিনিয়র সহ-সভাপতি সানজিদা আহমেদ ববি, সহ-সভাপতি মৌসুমী মৃধা, জেসমিন সুলতানা মিরা, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদা আক্তার, বৃষ্টি রায়হান, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিশাদ সিদ্দিকা, ধর্ম বিষয়ক সম্পাদক সাবরিনা ইয়াসমীন।

বনভোজন সম্পর্কে সভাপতি শান্তা সিকদার বলেন, প্রতি বছর আমরা মহিলাদের উদ্যেগে এ বনভোজনের আয়োজন করে থাকি। প্রবাসে ব্যস্ততার মাঝে একটু বিনোদন খুজঁতেই এ আয়োজন।তিনি আরও বলেন, তবে এ আয়োজনে চিরকৃতজ্ঞ সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি ও স্যোশাল সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু কাছে।

Italy

সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা বলেন, আমরা সবার সহযোগিতায় বনভোজন করতে পেরেছি। তাই সবার কাছে কৃতজ্ঞ। এতে ভুলত্রুটি থাকলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। পাশাপাশি উভয় বাংলার সমিতির প্রতি ধন্যবাদ।

বনভোজনে বাংলাদেশ সমিতির নবনির্বাচিত সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, সিনিয়র সহ-সভাপতি নায়েব আলি, সহ-সভাপতি আরমান উদ্দীন স্বপন, বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আব্দুর রসিদ, জালাল আহমেদ মন্টু, সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু, সহ-সভাপতি জুবায়ের আহমেদ রিপন, প্রচার সম্পাদক মহিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিয়ার রসুল কিটন, নন রেসিডেন্ট সাংবাদিক সমিতির সভাপতি আল আমিন, বাংলাদেশ সমিতির দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধি তিথি ভূইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


Add comment


Security code
Refresh