logo

এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের শোক

শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭

হাকিকুল ইসলাম খোকন: বাপ্‌স নিউজ : বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকবার্তায় প্রবীণ রাজনীতিবিদ মহিউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি এবং সংগঠনের সাধারণ সম্পাদক সুহাস বড়ুয়া'। শুক্রবার সংগঠনটির নেতা-কর্মীদের পক্ষে এ শোক বার্তা দেন সংগঠনের সভাপতি মো. ওসমান গনি।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।একাত্তরের এই মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি করপোরেশেনের মেয়র ছিলেন ১৬ বছর। মৃত্যু পর্যন্ত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি।

alt

শোক বার্তায় ওসমান গনি বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না,  ছিলেন চট্টগ্রামের অভিভাবক। স্বৈরাচারবিরোধী আন্দোলন,মেয়র থাকা অবস্থায় যখন যে দলই ক্ষমতায় থাকুক, চট্টগ্রামের স্বার্থে আন্দোলন করতে দ্বিতীয়বার ভাবতেন না তিনি।

১৯৯৪ সাল থেকে টানা তিনবার চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচিত হয়ে ১৬ বছর দায়িত্ব পালন করেন মহিউদ্দিন। তিনি মেয়র নির্বাচিত হন বিএনপি সরকারের আমলে। সে সময় নিজের দল ক্ষমতায় না থাকলেও চট্টগ্রামের জন্য সংগ্রাম করেছেন জোরালোভাবে। তার হাত ধরেই চট্টগ্রাম আধুনিক নগরীর রূপ পায় বলে অনেকে মনে করেন।

৭৪ বছর বয়সী মহিউদ্দিন চৌধুরী রাজনীতিতে সক্রিয় আছেন ৫০ বছরের অধিক সময় ধরে। তবে তার দোর্দণ্ড প্রতাপের কাহিনী শুরু ১৯৯৩ সালে। সে সময় বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর ইশারাতেই চলতো চট্টগ্রাম। ২০০৯ সাল পর্যন্ত তিনি টানা তিন দফা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। 

আরও শোক জানান নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম পারভীন, আওয়ামী লীগ নেত্রী সোফিদা বসু, নিউ ইংল্যান্ড ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহফুজুর রহমান, হাকিকুল ইসলাম খোকন ও আয়েশা আক্তার রুবি।


Copyright © 2010 Boston Bangla Newspaper.