logo

শোলাকিয়ার হামলায় নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ-এর নিন্দা

সোমবার, ১১ জুলাই ২০১৬

হাকিকুল ইসলাম খোকন, ওসমান গনি, সুহাস বডুয়া, বাপসনিঊজ: নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি এবং সাধারণ সম্পাদক সুহাস বডয়া এক যৌথ বিবৃতিতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পাশে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ।খবর বাপসনিঊজ।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি এবং সাধারণ সম্পাদক সুহাস বডয়া এক যৌথ বিবৃতিতে বলেন, ‘যারা খুন করে, আতঙ্ক ছড়ায়, তারা হিন্দু, শিখ, ইসলাম না খ্রিস্টান কোনো ধর্মের মানুষ তাতে কিছু এসে যায় না। ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তারা নিজেদের কতটা ধর্মপ্রাণ বলে দাবি করল তাতেও কিছু যায় আসে না। কারণ তারা যে ধর্মের কথাই বলুক না কেন, সব ধর্মই আমাদের প্রেম আর শান্তির কথা শেখায়।’


Copyright © 2010 Boston Bangla Newspaper.